সাংগঠনিক কাঠামো
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সংগঠন গঠিত হয় কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ ও একটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নিয়ে
শাখায় দু’য়ের অধিক সদস্য থাকলে কেন্দ্রীয় প্রতিনিধ পরিষদের অনুমোদন সাপেক্ষে সেখানে সদস্য শাখা গঠিত হবে। সদস্য শাখা সভাপতি সদস্যদের প্রত্যক্ষ ভোটে একবছরের জন্য নির্বাচিত হবেন।
বাংলাদেশের প্রশাসনিক জেলাসমূহে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ কর্তৃক মনোনীত সভাপতির নেতৃত্বে জেলা শাখাসমূহ একবছরের জন্য গঠিত হবে
দু’য়ের অধিক সহযোগী সদস্য নিয়ে সহযোগী সদস্য শাখা গঠিত হবে। সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাখা সভাপতি একবছরের জন্য নির্বাচিত হবেন।
কেন্দ্রীয় সংগঠন
 
						                মুহাম্মাদ রায়হান আলী সেশন : ২০২৪-২৫ পড়াশোনা : মাস্টার্স উত্তীর্ণ
| নাম | শাখা | 
|---|---|
| মুহাম্মদ ইসমাঈল খন্দকার | কেন্দ্র | 
| জাকারিয়া হোসাইন জাকির | কেন্দ্র | 
| আহসান আহমাদ খান | কেন্দ্র | 
| মাহমুদুল হাসান ত্বহা | কেন্দ্র | 
| নূর মোহাম্মদ | কেন্দ্র | 
| মুহাম্মাদ মিজানুর রহমান | সিলেট মহানগরী | 
| আবুল আফফান মুহাম্মদ ওসমান | ঢাকা বিশ্ববিদ্যালয় | 
| মাহমুদুল হাসান রাসেল | কেন্দ্র | 
| দায়িত্ব | নাম | 
|---|---|
| সেক্রেটারি জেনারেল | কে এম ইমরান হুসাইন | 
| বায়তুলমাল বিভাগ | মুহাম্মদ ইসমাঈল খন্দকার | 
| প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম বিভাগ | জাকারিয়া হোসাইন জাকির | 
| ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম বিভাগ | আহসান আহমদ খান | 
| অফিস বিভাগ | নূর মোহাম্মাদ | 
| প্রচার ও প্রকাশনা বিভাগ | মাহমুদুল হাসান ত্বহা | 
| পাঠাগার বিভাগ | মাহমুদুল হাসান রাসেল | 
 
							 
								 
								 
								 
								 
								 
								