প্রাক্তন সদস্য পুনর্মিলনী ২০২৫ : রেজিস্ট্রেশনের শেষ সময় ৩১ জানুয়ারি

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন সদস্য পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি সকল প্রাক্তন সদস্য ভাইকে নিয়ে “প্রাক্তন সদস্য পুনর্মিলনী” আয়োজন করা হয়েছে। দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল প্রাক্তন সদস্য ভাইয়ের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত পুনর্মিলনী হতে যাচ্ছে। রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত প্রাক্তন সদস্য পুনর্মিলনীতে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন। উল্লেখ্য, প্রবাসে অবস্থানরত প্রাক্তন সদস্য ভাইদের জন্য প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণের ব্যবস্থা থাকবে।  


দাওয়াত পত্র


প্রিয় দ্বীনি ভাই,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে পরিবার-পরিজনসহ ভালো থেকে ব্যস্ততম জীবন অতিবাহিত করছেন। আপনাদের সোনালী সময়ে গড়ে উঠা আন্দোলনের আমরা গর্বিত বর্তমান। জীবনের সবচেয়ে মূল্যবান ও সুন্দর সময়গুলো কোরবানী করে আপনারা যে কাফেলার সমৃদ্ধি ও অগ্রগতি চেয়েছেন সে কাফেলা আজও নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মুখে এগিয়ে চলছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। প্রচলিত ছাত্র রাজনীতির দেউলিয়াত্বের প্রেক্ষাপটে ইসলামী ছাত্র মজলিস জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমে একদল খোদাভীরু, দ্বীনদার, নেতৃত্বগুণ সম্পন্ন, যোগ্য মানুষ তৈরির প্রত্যয় নিয়ে ক্যাম্পাসগুলোতে বিচরণ করে চলেছে। আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি। সে লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি।

দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্য, চেতনা ও বিচিত্র অভিজ্ঞতা বুকে ধারণ করে আমরা কর্মচাঞ্চল্যে মুখর। আবেগের সীমানা পেরিয়ে আজ পরিণত। দীর্ঘ ৩৪ বছরে আপনাদের মত শত শত দ্বীনের সৈনিক এ কাফেলা থেকে বিদায় নিয়ে গেছেন। প্রতিদিন অসংখ্য ভাই নতুন নতুন স্বপ্ন নিয়ে এ কাফেলায় যোগদান করছেন। আর আমরা দাঁড়িয়ে আছি নবীন-প্রবীণদের মাঝামাঝি। নবীন-প্রবীণের সাক্ষাৎ ও অভিজ্ঞতা বিনিময় তাই আজ সময়ের দাবি।

আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি সকল প্রাক্তন সদস্য ভাইকে নিয়ে “প্রাক্তন সদস্য পুনর্মিলনী” আয়োজন করা হয়েছে। দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল প্রাক্তন সদস্য ভাইয়ের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত পুনর্মিলনী হতে যাচ্ছে। রাজধানীর এক মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিতব্য প্রাক্তন সদস্য পুনর্মিলনীতে অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন। 

আপনাদের উপস্থিতি ও সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ আমাদের পথ চলাকে আরো শাণিত করবে ইনশাআল্লাহ।

*রেজিস্ট্রেশন সম্পন্ন করতে google ফর্ম অনুযায়ী আপনার সকল তথ্য দিয়ে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে যথা সময়ের মধ্যে আপনার আসন নিশ্চিত করুন। 

*রেজিস্ট্রেশনকারীদের জন্য যা থাকছে 

১. ডেলিগেট কার্ড

২. নির্ধারিত আসন 

৩. টি-শার্ট ১ টি

৪. স্মারক ১ টি

৫. নোটবুক ১টি

৬. কলম ১ টি

৭. ডেক্স ক্যালেন্ডার ১ টি

৮. মগ ১ টি


*রেজিস্ট্রেশনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৫

ফি: ১০০০ টাকা