গত ২১ জুলাই ২০১৯, রবিবার , বিকাল ৩:৩০ টায় কুষ্টিয়া মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এইচ এস সি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক ।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাখা সভাপতি মুহাম্মদ রায়হান আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন।
মুহাম্মদ মশিউর রহমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সাবেক সভাপতি সাংবদিক ইব্রাহিম খলিল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি হাসান মাহমুদ, কুষ্টিয়া শহর শাখা সেক্রেটারি শরীফুর ইসলাম, কুষ্টিয়া জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমদাদ হোসেন, জুনায়েদ আহমদ এবং মঈনুল ইসলাম প্রমুখ।