৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ৫ জানুয়ারি ২০২২, বুধবার সকাল ০৭:৩০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলীল, তাওহিদুল ইসলাম তুহিন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুল হক আমিনী।
সংগঠনের প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মুহাম্মদ রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ছাত্র কল্যাণ ও পাঠাগার সম্পাদক আফজাল হোসাইন কামিল, বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি আহসান আহমাদ খান, শ্রমীক মজলিসের অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ খালেদ সানোয়ার প্রমুখ।