বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা গত ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, মৌলভীবাজার শহর মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।
সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমাদ খান।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমাদ খান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ফখরুল ইসলাম, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ সিহাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান, মৌলভীবাজার শহর সেক্রেটারি আশরাফ উদ্দিন শফি, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুজ্জাম্মিল হক, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি রুহুল আমীন, মৌলভীবাজার জেলা সেক্রেটারি আনিসুল ইসলাম, হবিগঞ্জ জেলা সেক্রেটারি শাহ মুহাম্মদ ফয়সল, মৌলভীবাজার শহর শাখার প্রশিক্ষণ সম্পাদক তাসনিম আদনান, মৌলভীবাজার জেলা শাখার বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তারেকুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।