গত ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং সোমবার বিকাল ৫ টায় মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নব-নির্বাচিত সভাপতি নূর মোহাম্মাদ।
ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাহমুদুর হাসান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক কে এম ইমরান হোসাইন,কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন,কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার,সাবেক বায়তুলমাল সম্পাদক হুমায়ুন কবির আজাদ,সদ্য বিদায়ী ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য আহসান আহমদ খান, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান,ছাত্র মজলিস মহানগরী উত্তরের সাবেক সভাপতি মাওলানা আজিজ উল্লাহ আহমদী,শ্রমিক মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালেদ সানোয়ার,গাজীপুর মহানগরী শাখার সাবেক সভাপতি শাহ শিহাব উদ্দীন,শাহবাগ থানা সেক্রেটারি নাঈম আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০২২-২০২৩ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নূর মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি নির্বাচিত হন মাহমুদুল হাসান রাসেল।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মনোনীত হন তৌফিক বিন হারিস এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মনোনীত হন মাহমুদুল হাসান ত্বহা।