আজ ২৯ নভেম্বর, শুক্রবার ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে স্থানীয় মহানগর মজলিস মিলনায়তনে এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাব্বীর আহমাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহিন।
মহানগর সেক্রেটারি রিফাত হাসান ভুঁইয়ার পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ নাঈম ইসলাম, খানপুর শাখা সেক্রেটারি মিশফাক নুর মিরাজ, আই ই টি উচ্চ বিদ্যালয় তত্ত্বাবধায়ক ফাহিম খান, নাঈম আহমাদ, বার একাডেমি উচ্চ বিদ্যালয় শাখা সেক্রেটারি রাসেল খান প্রমুখ।