ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে —————————— মুহাম্মদ রায়হান আলী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন,সরকার পতনের সফল আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলো জাতীয় স্বার্থ রক্ষায় বিভেদ ভুলে সহাবস্থান ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনে নীপিড়নের শিকার হওয়া ছাত্র সংগঠনেগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দীর্ঘ দিনের ফ্যাসিজম থেকে মুক্তি লাভ করে।
অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদের সকলে মিলে মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার জন্য দেশের শান্তি শৃঙ্খলা ও সংস্কারে মনোনিবেশ করা প্রয়োজন তখন আমরা দেখছি দেশের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র সংগঠনগুলো পরস্পর হানাহানিতে জড়িয়ে পড়ছে। যার ফলে দেশের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাই ভ্রাতৃপ্রতিম সকল ছাত্র সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান করে তিনি বলেন, কোন্দলের কারণে যেন ফ্যাসিজম তৈরি না হয় সে জন্য বিগত ১৬ বছর যেভাবে ঐক্যবদ্ধতার সাথে সহাবস্থানের মাধ্যমে সফল অভ্যুত্থানের জন্ম দিতে পেরেছি সেভাবে অভ্যুত্থান পরবর্তী দীর্ঘমেয়াদি সুফল ভোগ করতে ও ছাত্র সমাজের নৈতিক চরিত্র গঠনে এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা পালন করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ এবং সহযোগিতামূলক সম্পর্কের বিকল্প নেই।
আজ ২২ ফেব্রুয়ারি পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালা ২০২৫ এর সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন – খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা রুহুল আমিন সাদী, ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সল, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব জিয়াউল হক শামীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজ কল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ ,কেন্দ্রীয় নির্বাহী সদস্য লে. কর্নেল ডা. মোহাম্মদ এমদাদুল হক ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক হাসান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার,ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমদ খান,প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ প্রমুখ।