কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ”তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ”তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আজ ১৪ রমজান, রবিবার জেলা মজলিস মিলনায়তনে শাখা সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান।

শাখা বায়তুলমাল সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি ইকরামুল হক, সাবেক লক্ষীপুর জেলা সভাপতি আবু দাউদ,খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার জাহিদ, ইসলামী ছাত্র মজলিস দারুন নাজাত মাদ্রাসা শাখার সভাপতি সাইফুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর অফিস ও প্রচার সম্পাদক কাজী ইয়াসিন সহ কুমিল্লা দক্ষিণ জেলার দায়িত্বশীলবৃন্দ ।