জুড়ী উপজেলা শাখার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জুড়ী উপজেলা শাখার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত আজ ১৬জানুয়ারী’২৫ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ী উপজেলা শাখার উদ্যোগে জায়ফরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আসুক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস কাতার শাখার উপদেষ্টা মাওলানা সাজ্জাদ আলী, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা মাহবুব হোসাইন শিবলী, খেলাফত মজলিস জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুমিনুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি জাকারিয়া হুসাইন জাকির, ছাত্র মজলিস জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি ফখরুল ইসলাম, উজ্জীবন সাংস্কৃতিক ফোরামের নির্বাহী পরিচালক ইজহারুল হক, সম্পাদক মামনুন হোসাইন প্রমুখ।