কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ১ম সাধারণ অধিবেশন

অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সংস্কার-ই পারে আগামীর নিরাপদ বাংলাদেশের মজবুত ভিত্তি স্থাপন করতে – মুহাম্মদ রায়হান আলী

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন প্রয়োজন বিপ্লব পরবর্তী সময়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম নির্ধারণ করে দ্রুত তা বাস্তবায়ন করা। বিশেষ করে, শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা, পররাষ্ট্রনীতি এ সব বিষয়ের সংস্কারে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি, সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে সুগঠিত রূপরেখা জনগণের সামনে হাজির করতে পারে তাহলেই আগামীর দীর্ঘস্থায়ী নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

গত ০৪ ও ০৫ অক্টোবর ২০২৪ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে, ২০২৪-২৫ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ১ম সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আব্দুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, বিলাল আহমদ চৌধুরী, সাবেক সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সেলিম হোসাইন, সাবেক প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক, সাবেক প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আলমগীর হোসাইন, সাবেক অফিস ও ছাত্র কল্যান সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।

২ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের অধিবেশনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল

উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মিজানুর রহমান, আবুল আফফান মুহাম্মদ ওসমান প্রমূখ।