শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশী ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ ১৭ জানুয়ারি ‘২২ ( সোমবার ) বাদ যোহর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে নগরীর জর্জ কোর্ট মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাজার কামরান চত্বরে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর জেলা শাখার সাবেক সভাপতি ও গণমানুষের সংগঠন খেলাফত মজলিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূর নবী, শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি রুহুল আমীন, মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, মহানগরীর সাবেক প্রকাশনা ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মাও খালেদ সাইফুল্লাহ, আব্দুল মুকিত,মুহাম্মদ শামীম, ফেদাউর রহমান আল-আমীন, আব্দুল বাসিত, মুহাম্মদ এহসান প্রমুখ।