চৌমুহনীতে ছাত্র মজলিসের সীরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত

May be an image of 7 people, dais and text that says "कযন र्जन, চরীরটিত नतन সম্াজ বিপ্লনের জিবাদে শরাক মোন মীমতন্ন্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভা ও পুর্ধার বিতরণ সেপ্টেমর '২০২৫ ្.្ត"្"្្ត្កន្ធច ভিস্গহ প্রধান অতিথি: আহসান আহমাদ খান কেন্দ্রীয় বায়তভুল মাল সম্পাদক সভাপতি: যুবাইর মাহমুদ সভাপতি, ৌমুহনী শহর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চৌমুহনী শহর, নোয়াখালী"

চৌমুহনীতে ছাত্র মজলিসের সীরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চৌমুহনী শহর শাখার উদ্যোগে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শহর শাখার সভাপতি যুবাইর মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাহাতুল ইসলামের পরিচালনায় শনিবার বিকেলে চৌমুহনীস্থ মজলিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমান সম্পাদক আহসান আহমাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম মাসুম, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী সভাপতি ইকরামুল হক।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি ডা. মাওলানা শহীদুল্লাহ, পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ বোখারী, সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শহীদ উদ্দিন মুকিম, মাওলানা এআরএম সাইফুল্লাহ, ছাত্রনেতা ওমায়ের হাসনাত, তানজিমুল ইসলাম তালহা, আবু বকর সাদসহ প্রমুখ।