
এইচএসসি, আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও সংবর্ধনা’র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর।
মহানগর উত্তরের সভাপতি এইচ এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে ক্যারিয়ার গাইডলাইন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।
মুখ্য আলোচক হিসেবে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে আলোচনা করেন দারুল আজহার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মেইন ক্যাম্পাসের প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খন্দকার আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরে অফিস ও প্রচার সম্পাদক ইয়াসিন আরিফ, বায়তুলমাল সম্পাদক ইসহাক খন্দকার, কলেজ ও স্কুল কার্যক্রম সম্পাদক সাইদুল হক মিরাজ প্রমুখ।