বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে গত ০৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় মজলিস কার্যালয়ে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শাখা পুনর্গঠণ কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষন ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক কে এম ইমরান হুসাইন।
সমাপনী অধিবেশনে শাখা সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফেনী জেলা শাখা সভাপতি মাওলানা আবদুল হাই, ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ সাদ্দাম হোসাইন।
উল্লেখ্য ২০২২-২০২৩ সেশনের জন্য ফেনী জেলা শাখার সভাপতি মনোনীত হন মুহাম্মত মোশাররফ হোসাইন, সেক্রেটারি মনোনীত হন আবদুল আউয়াল রাকিব।