বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

May be an image of 10 people, dais and text

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ২ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ প্রেসক্লাবে সংগঠনের জেলা সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশের শুরতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মাওঃসদরুল আমীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির। ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা সভাপতি মনোনীত হন এনামুল হক আলী ও সেক্রেটারি মনোনীত হন আলী আজমান।

সমাবেশের সমাপনী অধিবেশনে নব-মনোনীত জেলা সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে ও মনোনীত জেলা সেক্রেটারি আলী আজমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাখাওয়াত হোসেন মোহন,খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃআখতার হোসাইন, সাবেক জেলা সভাপতি মাওঃবুরহান উদ্দীন,সাবেক জেলা সভাপতি মাওঃ আখতার হোসাইন আতীক, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ ফারুক আহমদ, সাবেক জেলা সভাপতি মাওঃ আতাউল হক,সাবেক জেলা সভাপতি শাহ কামাল সাজু,খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর সভাপতি মাওঃআলী খান,শান্তিগন্জ উপজেলা সভাপতি মাওঃনুরুল ইমান,ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক সুমায়েল আহমদ, শান্তিগন্জ উপজেলা সভাপতি জাহিদ হাসান প্রমুখ।