গাজীপুর জেলা ও মহানগর শাখা পুনর্গঠন সম্পন্ন।

May be an image of one or more people, dais and text that says "জাতি েয়েছে মৃক্তির দিশা তোমরা জ্োগফ বলে, এবার দিন বদবলের মিছিলে এসো ে তরন দল দলে জ্ঞান অর্জন, চরিত্র গঠন 3 年 সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন ี25 ন ਸম বাংলাদেশ ইসালামী ছাত্র ১১ অক্টীবর ২০২৫ (បគ្ៅល: শনিবার সকাল ১০:০০টা স্থান: একটিক্ত আবাসিক এলাকা, শহীদ -নয়ামত্ত সড়ক, ওয়ারলেস ক্ষিকো,াएল,मেঠेপা.ন. গেইট, গাজীঘুর GLADESH GLADESHISLAMICHHATRAMAJLIS ISLAMI CHHATRA MAJLIS 10 品通費/。"

১১ অক্টোবর ২০২৫, রোজ শনিবার স্থানীয় মজলিস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গাজীপুর জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার।

নিম্নোক্ত ভাইদের নিয়ে শাখা পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়:

গাজীপুর জেলা শাখা:

সভাপতি: নাইমুল ইসলাম

সেক্রেটারি: রাশেদুল ইসলাম

গাজীপুর মহানগর শাখা:

সভাপতি: হাবিবুল্লাহ হাবিব

সেক্রেটারি: রাকিবুল হাসান সিয়াম

সমাপনী অধিবেশনে মনোনীত জেলা সভাপতি নাইমুল ইসলাম এর সভাপতিত্বে ও মনোনীত মহানগর সভাপতি হাবিবুল্লাহ হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক খন্দকার রুহুল আমিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গাজীপুর মহানগর সেক্রেটারি মনির হোসেন আকঞ্জি, ছাত্র মজলিস ঢাকা আলিয়া সভাপতি হাসিবুল ইসলাম চৌধুরী, ছাত্র মজলিস ও খেলাফত মজলিসের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।