আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর দুইদিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০১৯ বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে প্রাক্তন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মতবিনিময় সভা আজ ০৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা সভাপতি হাসান অাহমাদ খানের সভাপতিত্বে ও শহর সভাপতি মুহাম্মদ ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মনসুরুল অালম মনসুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাওলানা অাব্দুস সবুর, জেলা সভাপতি মাওলানা অাহমদ বিলাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক জনাব মুহিবুল ইসলাম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সিনিয়র সহসভাপতি সৈয়দ মুজাদ্দিদ অালী, শহর সভাপতি কাজী হারুনুর রশীদ, সৈয়দ সাইফুর রহমান, জসীম উদ্দিন, অা.খ.ম শাহীন চৌধুরী, জাহাঙ্গীর অালম, অাশিকুর রহমান, মাওলানা হারুন খান, এমাদ উদ্দিন, সাইফুল ইসলাম কুতুব, জসিম উদ্দিন, আহসান উদ্দিন গিলমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম মামুন, শিহাব উদ্দিন, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।