-ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তার বাস্তবায়ন করতে হবে – ড. আহমদ আবদুল কাদের আজ ১১ রমজান ১৪৪৬ হিজরি, ১২ মার্চ ২০২৫, বুধবার, বিকাল ৪.০০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে আজ বিশিষ্ট শিক্ষাবিদ, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রাজধানীর পল্টনস্থ সিগাল চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। প্রধান অতিথি’র বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন- ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে ঠিকই তথাপি নানা জায়গায় স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বহাল তবিয়তে টিকে আছে। বিশেষ করে শেখ হাসিনার সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক নৈরাজ্য চরম বিপর্যায়ে চলে গিয়েছিলো যার নেতিবাচক প্রভাব এখনো পড়ছে সামাজিক ও জাতীয় জীবনে। বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে উপনীত হয়েছে। এই রমজানে ধর্ষণ এবং ধর্মবিদ্বেষী শাহবাগীদের কার্যক্রম দেশকে অস্থিতিশীল করে তুলেছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ও এর বাস্তবায়নই হতে পারে সামাজিক এই দুর্দশার একমাত্র সমাধান। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতকরণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি বলেন, পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসর শাহবাগী গোষ্ঠী এখনো তৎপর। তারা এখনো নানাভাবে দেশে প্রতিহিংসার বিষবাষ্প ছড়িয়ে বেড়াচ্ছে। এমতাবস্থায় শাহবাগী ষড়যন্ত্র রুখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক সংস্কার এবং বাজার সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য জিয়াউল হক শামীম, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ.খ.ম ইউনুস, ডক্টরস সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি ডা. আব্দুল্লাহ খান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, জনাব তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা আজিজুল হক, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা মনির হোসাইন, সাবেক সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক তারিকুজ্জামান রনি, বায়তুলমাল সম্পাদক এইচ এম এরশাদ, অফিস সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লে. কর্নেল ডা. মোহাম্মদ এমদাদুল হক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।
