
১১ অক্টোবর ২০২৫, রোজ শনিবার স্থানীয় মজলিস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গাজীপুর জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
নিম্নোক্ত ভাইদের নিয়ে শাখা পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়:
গাজীপুর জেলা শাখা:
সভাপতি: নাইমুল ইসলাম
সেক্রেটারি: রাশেদুল ইসলাম
গাজীপুর মহানগর শাখা:
সভাপতি: হাবিবুল্লাহ হাবিব
সেক্রেটারি: রাকিবুল হাসান সিয়াম
সমাপনী অধিবেশনে মনোনীত জেলা সভাপতি নাইমুল ইসলাম এর সভাপতিত্বে ও মনোনীত মহানগর সভাপতি হাবিবুল্লাহ হাবিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক খন্দকার রুহুল আমিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গাজীপুর মহানগর সেক্রেটারি মনির হোসেন আকঞ্জি, ছাত্র মজলিস ঢাকা আলিয়া সভাপতি হাসিবুল ইসলাম চৌধুরী, ছাত্র মজলিস ও খেলাফত মজলিসের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।