ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নির্ধারিত কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে “শিক্ষাসভা” অনুষ্ঠিত।

May be an image of ‎one or more people, dais and ‎text that says "‎নির্ধারিত কনী ও গীলদের নিয়ে ক্ষা "জান অজন, চর্্রপণ চরিত্র পথন সমার্জা সমাজবিপুবের বিপ্রবের জিহানদে শর্রীক হোন" الشائه বাংলাদেশ হসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর‎"‎‎

আজ ১৪ নভেম্বর’২৫ রোজ শুক্রবার, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সংগঠনের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান।

মহানগর প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি শেখ শাব্বির আহমদ।

এতে আরো উপস্থিত ছিলেন সাবেক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, কেন্দ্রীয় জোন সদস্য মুফতি তৌফিক বিন হারিছ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ আনাস আহমদ, সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর বায়তুলমাল সম্পাদক মুজ্জাম্মিল হক,খলিলুর রহমান প্রমুখ।