ডাকসু, জাকসুর মতো অন্যান্য ক্যাম্পাসে-ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে – মুহাম্মদ রায়হান আলী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন, ছাত্র সংসদ হচ্ছে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ ঠিকানা। তাই দেশের সকল ক্যাম্পাসগুলোতে দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন দেয়া সময়ের অপরিহার্য দাবি। তিনি আরো বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যাতে মাত্রাতিরিক্ত অর্থের ছড়াছড়ি এবং প্রার্থী ও ছাত্রসংগঠনগুলো পরস্পর সংঘাতে জড়িয়ে না পড়ে সেদিকে-ও ক্যাম্পাস প্রশাসনকে নজর রাখতে হবে। এছাড়াও ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নিমিত্তে ছাত্রসংগঠনগুলোকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৫ ( মঙ্গল ও বুধবার), সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম সাধারণ অধিবেশনের সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠিত পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, জনাব তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা মুহাম্মদ মনির হোসাইন।
অধিবেশনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক।
উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান, অফিস ও পাঠাগার সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমী, সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, কুমিল্লা মহানগরী সভাপতি ইকরামুল হক।