গত ৬মার্চ-২০২২, রবিবার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শিক্ষা ব্যবস্থায়
ধর্মীয় শিক্ষা সংকচনের ষড়যন্ত্র এবং বোর্ড পরিক্ষায় ইসলাম বিষয় বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইসমাঈল খন্দকারের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আহসান আহমাদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন,ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, ভালো মন্দের পার্থক্য করার শিক্ষা দেয়, আজ যদি এ ধর্মীয় শিক্ষাটাও বন্ধ করে দেওয়া হয়, তবে এদেশের ছাত্র সমাজ নৈতিকতা থেকে অনেক দূরে সরে যাবে।কাজে কোনভাবেই সরকারের ধর্মীয় শিক্ষা বিষয় পরিক্ষা থেকে বাদ দেওয়া উচিত হবে না।এবং ছাত্র সমাজ তা মেনেও নিবে না।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল,সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শায়খুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক,ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হোসাইন,খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট মাও:রফিকুল ইসলাম, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন,শ্রমিক মজলিসের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা সম্পাদক খালেদ সানোয়ার,মহানগরী উত্তরের সাবেক সভাপতি মাওলানা আজিজ উল্লাহ আহমদী।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নূর মোহাম্মদ, উত্তরের সেক্রেটারি মুহাম্মদ আবু সালেহ,বায়তুলমাল ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল,দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন,উত্তরের অফিস প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা,আম্মার আল ফারাহ,মুশফিকুস সালেহীন প্রমুখ।