চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আজ ২৪ জানুয়ারি শুক্রবার’২৫ সকাল ৯:৩০ টায় আগ্রাবাদ জাদুঘর সংলগ্ন চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি সামির উদ্দিন আল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম সেক্রটারি জেনারেল কে এম ইমরান হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইসলামী ছাত্র মজলিস তার প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম,মানবতা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলন সংগ্রামে ইসলামী ছাত্র মজলিস তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ,জাতি ও মানবতার পাশে ছিলো।

তিনি আরও বলেন, দেশে নানান বিষয়ের সংস্কার হলেও শিক্ষা খ্যাতে ধর্মীয় বিষয় সংযুক্তি করার ব্যাপারে কোনো সংস্কার এখনো পর্যন্ত হয়নি,তাই তিনি তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এখনো বিভিন্ন জায়গায় তার দোসররা রয়ে গেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

শাখা সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, খেলাফত মজলিস মদিনা শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দিন, ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আবতাহী, মাওলানা শিহাব উদ্দিন কামালী, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাহমুদুল্লাহ,দক্ষিণ জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, হাটহাজারী মাদ্রাসা শাখার সভাপতি জুবায়ের জামশেদ, ইসলামী যুব মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি আবু বকর সিদ্দিক আহাদ, শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি মাওলানা মোঃ ইয়াহইয়া, খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জোন সদস্য মোহাম্মদ তাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি আজম উদ্দিন, ছাত্র মজলিস হাটহাজারী মাদ্রাসা শাখার সেক্রেটারি জুবায়ের আহমদ সিদ্দিক প্রমুখ।