বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
আজ ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুহাম্মদ সাইফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল তোফায়েল আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
চাঁদপুর জেলা ছাত্র মজলিসের সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়ামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওঃ হাবিবুর রহমান, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি ফারুক মুহাম্মদ নোয়াইম, এসএম সুলতান আহমদ, মাও রফিকুল ইসলাম এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস চাঁদপুর শহর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাও: আব্দুল হামেদ, ছাত্র মজলিসের গাবতলী শাখা সভাপতি কামরুল হাসান মিরাজ, শহর সভাপতি জহিরুল ইসলাম,জেলা বাইতুলমাল সম্পাদক আশেকে ইলাহি, সেক্রেটারি তানজিল
আরও উপস্থিত ছিলেন মো: মিনহাজ, মোহাম্মদ রাফি, ফাহিম, তাকি ইব্রাহিম প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।