আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার’২৫ দুপুর ২টায় বড়লেখা বাস স্ট্যান্ড চত্ত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্দ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি জাকারিয়া হুসাইন জাকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস আমেরিকার শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করতে হবে। দেশে নানান বিষয়ের সংস্কার হলেও শিক্ষা খ্যাতে ধর্মীয় বিষয় সংযুক্তি করার ব্যাপারে কোনো সংস্কার এখনো পর্যন্ত হয়নি। তিনি তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এখনো বিভিন্ন জায়গায় তার দোসররা রয়ে গেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
মামনুন হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর, সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হক, ফ্রান্স শাখার সভাপতি মাওলানা সেলিম উদ্দিন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এম এম আতিকুর রহমান, খায়রুল ইসলাম, মৌলভীবাজার শহর সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সল,মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সাবেক সেক্রেটারি এনামুল হক, বায়তুলমাল ও অফিস সম্পাদক আবিদ হাসান, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এহসানুল হক ফুজায়েল, সাবেক অফিস সম্পাদক শামিম আহমদ, সাবেক বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, খেলাফত মজলিস মক্কা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ, কাতার শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা খালেদ মাসুদ শরীফ, লুটন শাখার বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমদ, বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম, ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা সভাপতি ফয়ছল আলম স্বপন, প্রচার সম্পাদক সাদেকুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, খেলাফত মজলিস দাসের বাজার ইউপি শাখার সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন প্রমুখ।