
তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫
সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরীর সম্মানিত পিতার ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ভাইয়ের সম্মানিত পিতা, জনাব নূরুর রহমান সাহেব আজ রাত ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে সিলেট শহরস্থ পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। কিন্তু রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে যৌথ শোক বার্তা প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।
নেতৃবৃন্দ বলেন: মরহুম নূরুর রহমান সাহেব ছিলেন একজন নিরহংকার, সরল ও আদর্শবান মানুষ। তিনি সবসময় ছাত্র মজলিসের খোঁজখবর রাখতেন । তিনি তার দুই সন্তানকেই ইসলামী আন্দোলনের যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সত্যিকার অভিভাবক হারালাম।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও সাত কন্যাসন্তান রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল বাদ জোহর গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাঁর সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে স্থান দান করুন। আমিন