ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

May be an image of text that says "এসো এসনেজরশীদাফেলার হে তরুন শহীদী কাফেলায় ফেলে ছিধা জবেলিয়তেজমজাকে জাহেলিয়াতে সমাজতাকে এসো গঁড়ি কুরআনের আলোয় তোমরাপ্রকেদয়িবলীদ তোমরা প্রতেযেকেই দায়িতুলীল এবং তোমরা পরত্যেকেই নিজ দরত্ব দারিজ্সপর্কেজিয়মসিতহর। সম্প্কে জিজ্ঞাসিত হবে। আল-কুরআন বার্ষিক সহযোগী সনষ্য 거 ማህያተ বাংলাদেশ জলিস ফেনী ষনীজেলা। জেলা"

সভাপতি – আব্দুল্লাহ আল নাঈম

সেক্রেটারি – তোফাজ্জল হোসাইন পাভেল

আজ ১৬ অক্টোবর’২৫, বৃহস্পতিবার, বিকেল ৪:৩০ মিনিটে স্থানীয় আল-সাফা মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ’২৫ অনুষ্ঠিত হয়

সংগঠনের জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান।

আবদুল্লাহ আল নাঈমকে সভাপতি এবং তোফাজ্জল হোসাইন পাভেলকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল নাঈমের সভাপতিত্বে এবং নব-মনোনীত সেক্রেটারি তোফাজ্জল হোসাইন পাভেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, সাবেক জেলা সভাপতি মুহাম্মদ সা’দ উদ্দিন,আবুল বাশার, আব্দুল আউয়াল রাকিব প্রমুখ।