ফতুল্লা থানা শাখার উদ্যোগে “ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাযওয়াতুল বদর: ঈমান, ত্যাগ ও বিজয়ের শিক্ষা।
………………………মাহমুদুল হাসান ত্বহা
আজ ১৭ রমজান রোজ মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ( সাংগঠনিক) ফতুল্লা থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা ।
তিনি তার বক্তব্যে বলেন: ইতিহাসের পাতায় ১৭ রমজান এক অবিস্মরণীয় দিন, এই দিনে মুসলমানদের ভাগ্য নির্ধারিত হয়েছিল। বদর যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না; এটি ছিল সত্য-মিথ্যার চূড়ান্ত পরীক্ষা, ঈমান ও কুফরের মধ্যকার প্রথম মুখোমুখি সংঘর্ষ। এ যুদ্ধের মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। এ মহান বিজয় ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, মুসলমানদের আত্মবিশ্বাস ও ঈমানকে মজবুত করে তোলে।সহাবাগণ ঈমানি বলে বলিয়ান হয়ে নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে রসূলের পাশে ছিলেন । আনসার সাহাবি মিকদাদ রা: ঘোষণা করেছিলেন,لا نقول كما قال اصحاب موسى اذهب انت وربك فقاتلا إنا ها هنا قاعدون. ইয়া রাসুলুল্লাহ আমরা আপনাকে এ কথা বলবো না যে কথা মুসা আঃ কে তার সঙ্গীরা বলেছিল: আপনি আর আপনার খোদা যুদ্ধ করুন আমরা এখানে বসে আছি। বরং আমাদের যতক্ষণ প্রাণ থাকবে আমরা আপনার ডানে, বামে, সামনে, পেছনে সব জায়গায় থেকে যুদ্ধ করবো। আল্লাহর অনুগ্রহের সেদিন মুসলমানরা বিজয়ী হয়েছিল। আল্লাহ কুরআনে বলেছেন:لقد نصركم الله ببدر وانتم اذلهআল্লাহ সেদিন এক হাজার সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে মাত্র ৩১৩ জন নিরস্ত্র মুজাহিদদের বিজয় দান করেছিল। সাময়িক পরাজয় ও নির্যাতনের শিকার হলেও বিজয়ের ধারা অব্যাহত আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।
শাখা সেক্রেটারি আশফাক নূরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ, নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি আনাস আহমদ। আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মদ আওলাদ।
বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি সাইদুল ইসলাম সিয়াম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফতুল্লা শিল্পাঞ্চল থানা সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র সারফরাজ হক সজিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বায়তুলমাল সম্পাদক তালহা ইবনে জুবায়ের, নুর নবী ইসলাম নাঈম, মুহাম্মদ মুরসালিন, নাজিম হাসান স্বপ্ন, ইসমাঈল হোসেন, আসিফ আহমদ প্রমুখ।