-দেশের অগ্রগতি নিশ্চিতকরণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং ছাত্রসংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস একান্ত জরুরি –
জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশ তাঁর জাতীয় জীবনে ভয়ংকর সময় অতিবাহিত করছে। যেখানে সংবাদ মাধ্যমের নূন্যতম কোন স্বাধীনতা ছিল-না। প্রেস কনফারেন্সে পতিত স্বৈরচারারের তোষামোদ করা এবং উন্নয়নের গালগল্প লেখা-ই ছিল বিগত রেজিমে গণমাধ্যমের প্রধান কাজ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের পরিস্থিতির ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাই এখন থেকে সংবাদ মাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি’র বক্তব্য তিনি আরও বলেন, গত ১৫ বছরে সন্ত্রাসী ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব করেছে। তাই ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে গত ১৫ বছরে। এজন্য ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংগঠনগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
১০ রমজান (১১-ই মার্চ ২০২৫) বাংলালাদেশ ইসলামী ছাত্র মজলিসের কুমিল্লা মহানগরীর সভাপতি মুহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে সাংবাদিক ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। মহানগর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি আব্দুল কাদের জামাল,সিনিয়র সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি,সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, সাবেক কুমিল্লা জেলা সভাপতি মাওলানা ইলিয়াস বিন হাশেম। সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সেক্রেটারি শাহজাদা এমরান, দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান,দৈনিক মানবকন্ঠ কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তোরণ, যুগান্তর কুমিল্লা জেলা প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন,দৈনিক কুমিল্লা প্রতিনিধি সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার, একুশে সংবাদ এর প্রতিনিধি জুয়েল খন্দকার, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না,আমাদের কুমিল্লার প্রতিনিধি জাহিদ হাসান,নয়া দিগন্তের প্রতিনিধি ফাহিম মুনতাছিম,আকাশ টিভির প্রতিনিধি মাকছুদির রহমান, কুমিল্লা জমিন প্রতিনিধি হৃদয় হাসান।বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরী সদস্য সচিব রাশেদুল হাসান,ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা সেক্রেটারি আজহারুল আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সভাপতি মোঃ সাইফ উদ্দিন, কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি আরিফুল ইসলাম, কুমিল্লা মহানগর প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মাহদী, বায়তুলমাল সম্পাদক তাহসিন উদ্দিন তাজবি, অফিস ও প্রচার সম্পাদক কাজী ইয়াসিন, সাইফুল ইসলাম তুহিন, নাজমুস সাকিব, নাইমুল ইসলাম, মাহমুদুল ইসলাম দিহান প্রমুখ।