-শিক্ষা বৈষম্য দূরীকরণে সরকারকে উদ্যোগী হতে হবে – জাকারিয়া হোসাইন জাকির
আজ ১৩ রমজান (১৪-ই মার্চ) ২০২৫ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি সামিউল হাসান রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত এবং কাঠামোগত সংস্কার একান্ত জরুরি। পাশাপাশি শিক্ষা বৈষম্য দূরীকরণে বর্তমান সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে নানান মাধ্যমের জটিলতার এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান না থাকায় বহিঃবিশ্বের সাথে শিক্ষা প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। তাই সামগ্রিক বিবেচনায়, শিক্ষায় নৈতিকতা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
ঢাকা কলেজ সেক্রেটারি নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নূরে আলম, ঢাকা মহানগর দক্ষিণের অফিস ও প্রচার সম্পাদক শাহজাহান সৈকত, বায়তুলমাল সম্পাদক মোবাশ্বির মিয়াজী, পল্লবী থানা সভাপতি সাইদুল হক মিরাজ প্রমুখ।