মেট্রোপলিটন ইউনিভার্সিটি শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –
আজ ১৬ মার্চ ‘২৫ (১৫ রমজান) রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন মেট্রোপলিটন ইউনিভার্সিটি শাখার উদ্যোগে ”মাহে রমজানের তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল সিলেট নগরীর একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয় ।
শাখা সভাপতি আফজাল হুসাইন সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হুসাইন কামিল।
ইউনিভার্সিটি শাখা সেক্রেটারি আহমদ আলী’র সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি আ ন ম ইয়াহইয়া, সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষন সম্পাদক সাজিদুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শাখার দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক নাসির আহমদ, বায়তুলমাল সম্পাদক সৈয়দ ফারহান হোসেন রাসেল প্রমুখ।