কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন পোগ্রাম ২০২৫অনুষ্ঠিত

May be an image of one or more people and text that says "OBN এইচএসসি/আলিম উক্তর্ণদের উন্ত্রী নিয়ে ৮ শহভ্েনর, T কিকস: জুণ:হতেন এনেড বং্দবাদয়লে সেটর ". কুমিল্র কৃতি শিক্ষা্ী সংবধনা ক্যারিয়ার প্রোগ্রাম বংলাদেশ ইসলামী ឱច মজলিস কুমিল্লা মহানগরী S"

আজ৮ নভেম্বর ২০২৫ ইং শনিবার , বিকাল ৪টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে এইচএসসি/আলিম পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন পোগ্রাম ২০২৫অনুষ্ঠিত হয়।

সংগঠনের কুমিল্লা মহানগরী সভাপতি ইকরামুল হক’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভূগোল পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ

শাখা সেক্রেটারি আবদুল্লাহ আল মাহদী’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ সভাপতি মোঃ আওরঙ্গজেব সেলিম,কোরপাই-কাকিয়ারচর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম ভূইয়া, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ সভাপতি মাওলানা আমির হামজা, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মুফতি মুহিউদ্দিন আহমাদ মাছুম, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি মুফতি আবদুর রহমান, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা আরিফুল ইসলাম ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক ও বাইতুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলাম জিহাদ , মাদরাসা কার্যক্রম সম্পাদক নাজমুস সাকিব , অফিস মোঃ ইয়াছিন আরাফাত হাসিবুজ্জামান ভূঁইয়া প্রমুখ।