
ই স লা মী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগ ৭ নভেম্বর ২০২৫ ইং রোজ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা সদরের একটি হলরুমে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শেখ হুসাইন আহমদ সাব্বির-এর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি সাব্বির আহমদ ও গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি কাউছার আহমদ-এর যৌথ সঞ্চালনায় শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মোহাম্মদ ইসমাঈল খন্দকার।
কর্মী শিক্ষা সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সভাপতি সালমান আহমদ, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমীন, সিলেট পূর্ব জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, ফেঞ্চুগজ উপজেলা সভাপতি আহমদ আমিন।