গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

May be an image of dais and text that says ""জ্ঞান অর্জন, চরিত্র গঠন 3 সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন তোময়া তোময়লাসমে সংখবন্ধ আজ্র্াহর মলুকে এপরম আঁর এবং পরম্পর বিচি্চি (সূরা আল নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে শিক্ষাস্ভা বাংলা বাংলাদেশ্র ইসালামী தர মজলিস গোলাপগজ্ পপছেলা গোেলাকসায়ললেলওলর ওপৌর"

ই স লা মী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগ ৭ নভেম্বর ২০২৫ ইং রোজ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা সদরের একটি হলরুমে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শেখ হুসাইন আহমদ সাব্বির-এর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি সাব্বির আহমদ ও গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি কাউছার আহমদ-এর যৌথ সঞ্চালনায় শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মোহাম্মদ ইসমাঈল খন্দকার।

কর্মী শিক্ষা সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সভাপতি সালমান আহমদ, সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমীন, সিলেট পূর্ব জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, ফেঞ্চুগজ উপজেলা সভাপতি আহমদ আমিন।