গত ২০ডিসেম্বর’২০২১, সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল জোনের উদ্যোগে জোনাল দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও জোনাল তত্বাবধায়ক বিলাল আহমদ চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সাবেক সভাপতি ও খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সহ সভাপতি অধ্যাপক মুহাম্মদ সাঈদুর রহমান,উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি নূর মোহাম্মদ।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী সভাপতি মুহাম্মদ রিয়াজুল ইসলাম রাসেল,পটুয়াখালী শহর সভাপতি মুহাম্মদ আব্দুল হালিম,পটুয়াখালী জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকী, বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ হাসান, পটুয়াখালী শহর সেক্রেটারি মুহাম্মদ ইবরাহীম খলীল, পটুয়াখালী জেলা সেক্রেটারি মশিউর রহমান মূসা,প্রমুখ।